২ হাজার টাকার মোবাইল | ২ হাজার টাকার মোবাইল বাংলাদেশ

২ হাজার টাকার মোবাইল | ২ হাজার টাকার মোবাইল বাংলাদেশ - বর্তমান সময়ে স্মার্টফোনের আধিক্যতা এবং সহজলভ্যতার কারনে ফিচার ফোনের গুরুত্ব অনেকাংশে কমে গছে । তারপরও অনেকেই ব্যাকআপ ফোন হিসাবে একটি ফিচার ফোন সাথে রাখেন । 

ফিচার ফোনের গুরুত্ব কিন্তু কম নয় । ব্যাবহারে যেমন সহজ এবং এটি বহনেও অনেক সুবিধা । আজকের ব্লগ পোস্টে ২ হাজার টাকার মোবাইল নিয়ে আপনাদের সাথে লেখাটি শেয়ার করবো ।

২ হাজার টাকার মোবাইল | ২ হাজার টাকার মোবাইল বাংলাদেশ

স্মার্টফোনের জন্য ফিচার ফোনে কদর কমে গেছে এটা যেমন সঠিক তেমনি গুনগত মানের প্রশ্নেও ফিচার ফোন গুলো অনেক পিছিয়ে আছে । বর্তমানে জনপ্রিয় ব্রান্ডের বেশ কিছু ফিচার ফোন বাজারে আছে । আর সেগুলোর দাম প্রায় সবার হাতে নাগালের মধ্যে । মাত্র ২০০০ টাকায় আপনি Samsung, Nokia, Symphony এর মতো ব্রান্ডের ফিচার ফোনগুলো বাজারে পাবেন ।

২ হাজার টাকার মোবাইল ২০২৪ | ২ হাজার টাকার মোবাইল বাংলাদেশ

আজকে ২ হাজার টাকার মোবাইল বাংলাদেশ সম্পর্কে আলোচনা করবো । তাহলে চলুন ২০০০ টাকার সেরা ৫টি মোবাইল সম্পর্কে জেনে নেওয়া যাক ।

Samsung Guru Music 2 | ২ হাজার টাকার মোবাইল
Samsung Guru Music 2

Samsung Guru Music 2 | ২ হাজার টাকার মোবাইল

আজকের এই ব্লগ পোস্টর ১ম যে মোবাইলটি নিয়ে আলোচনা করবো তা হলো Samsung Guru Music 2 এই ফিচার ফোনটি অনেক উন্নত মানের । এটা রাফ ইউজের জন্য খুব একটি ভালো ফোন । এটি সাইজে ছোট এবং খুব সহজেই বহন করা যায় ।

এটির ওজন মাত্র ৭৫ গ্রাম । এই ফোনে আপনি ১৬ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন । এটির কোনো ক্যামেরা নাই । এটিতে আপনি নেট ব্যবহার করতে পারবেন ।

এই ফোনে দুইটা সিম এক সাথে ব্যবহার করতে পারবেন । জুন ২০১৪ তে স্যামসাং এটি বাজারে লঞ্চ করে যা এখনও পর্যন্ত বহাল তবিয়তে টিকে আছে । Samsung Guru Music 2 এর বাংলাদেশের বাজার মুল্য ১৯৯০ টাকা মাত্র ।

Nokia 1203 | ২ হাজার টাকার মোবাইল
Nokia 1203

Nokia 1203 | ২ হাজার টাকার মোবাইল

আজকের এই ব্লগ পোস্টর ২য় ফোনটি হচ্ছে Nokia 1203 । এই ফোনটিও রাফ ইউজের খুবই ভালো । এই ফিচার ফোনটিও উন্নত মানের ।

এটির ওজন মাত্র ৭৮ গ্রাম । এত চার্জ খুব ভালো থাকে ।  ৮ ঘন্টা পর্যন্ত এক নাগাড়ে কথা বলতে পারবেন । যদি ব্যবহার না করেন তাহলে এক চার্জে ৬২৪ ঘন্টা পর্যন্ত সার্ভিস দিবে ।

তবে অন্যান্য সুযোগ সুবিধা নেই বললেই চলে । Nokia কোম্পানি ২০০৮ সালের নভেম্বরে Nokia 1203 ফিচার ফোনটি বাজারে লঞ্চ করে এবং এখন পর্যন্ত এর চাহিদা ব্যাপক । Nokia 1203 এর বাংলাদেশের বাজার মুল্য ১৮৭০ টাকা মাত্র ।

Nokia 106 (2018) | ২ হাজার টাকার মোবাইল
Nokia 106 (2018)

Nokia 106 (2018) | ২ হাজার টাকার মোবাইল

আজকের এই ব্লগ পোস্টর ৩য় নাম্বারে যে ফিচার ফোনটি সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে Nokia 106 (2018) । এই ফিচার ফোনটি অত্যান্ত গুড লুকিং স্টাইলিস একটি ফিচার ফোন ।

এটির স্ক্রিন 1.8" TFT 120 x 160 pixels । এটির পুরুত্ব 111.2 x 49.5 x 14.4 mm । এর ওজন ৭০.২ গ্রাম ।

এই ফিচার ফোনে রয়েছে 800mAh Li-Ion ব্যাটারি । এছাড়া অন্য কোনো সুবিধা নাই । Nokia কোম্পানি Nokia 106 (2018) ফিচার ফোনটি ২০১৮ সালের নভেম্বর মাসে বাংলাদেশের বাজারে লঞ্চ করে ।

এখনও পর্যন্ত Nokia এই ফিচার ফোনটির ব্যাপক চাহিদা রয়েছে । Nokia এর এই ফিচার ফোনটির বাংলাদেশের বাজার মুল্য ২১৯৯ টাকা মাত্র ।

Nokia 105 (2017) | ২ হাজার টাকার মোবাইল
Nokia 105 (2017)

Nokia 105 (2017) | ২ হাজার টাকার মোবাইল

আজকের এই ব্লগ পোস্টর ৪র্থ নাম্বার ফিচার ফোনটি হচ্ছে Nokia 105 (2017) । এই ফিচার ফোনটিও গুড লুকিং এবং স্টাইলিস । এই সেটটি ব্যকআপ ফোন হিসাবে অনেক ভালো ।

এটির স্ক্রিন 1.8" TFT 120 x 160 pixels । এটির পুরুত্ব 112 x 49.5 x 14.4 mm । এটির ওজন ৭৩ গ্রাম মাত্র ।

এই ফোনটির রয়েছে 800mAh Li-ion ব্যাটারি যা আপনাকে দির্ঘ্যক্ষন সার্ভিস দিবে । এটির চার্জিং স্লট microUSB 2.0 । এছাড়া অন্য কোনো সুবিধা নাই ।

বিখ্যাত Nokia কোম্পানি তাদের Nokia 105 (2017) ফিচার ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করে ২০১৭ সালে জুলাই মাসে । Nokia 105 (2017) ফিচার ফোনটির বাংলাদেশের বাজার মুল্য ১৮৯৯ টাকা মাত্র ।


Symphony D54i | ২ হাজার টাকার মোবাইল
Symphony D54i 

Symphony D54i | ২ হাজার টাকার মোবাইল

আজকের এই ব্লগ পোস্টর ৫ম ও শেষ যে ফিচার ফোনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিম্ফোনি কোম্পানির Symphony D54i ফোন । আপনি সিম্ফোনির অনেক ফিচার ফোন পাবেন কম দামের মধ্যে ।

Symphony D54i এই ফোনটি খুবই সুন্দর একটি ফোন । এই ফোনে আপনি ১৬ জিবি পর্যন্ত মেমরি কার্ড ইউস করতে পারবেন । এটিতে রয়েছে 0.3 Megapixel ক্যামেরা যা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন ।

রয়েছে নেট ব্যবহারের সুবিধা । রয়েছে ব্লুটুথ, এমপি থ্রি, এফ এম রেডিও । এটির ব্যাটারি 1000 mAh Li-ion যা আপনাকে দির্ঘ্যক্ষন চার্জ ব্যাকআপ দেবে ।

এছাড়াও রয়েছে Audio, video & call recorder, Blacklist এর সুবিধা । Symphony D54i ফিচার ফোনটির বাংলাদেশের বাজার মুল্য ১৩৭০ টাকা মাত্র ।

উপরে উল্লেখ্যিত ৫টি ফিচার মোবাইল ফোনের বিবরণ আপনাদের সুবিধার জন্য আলোচনা করলাম । আশা করি আপনাদের ভালো লেগেছে । এ রকম আরও রিভিউ যদি আপনারা চানা তাহলে “গুগল ব্লগার বিডি” এর কমেন্ট বক্সে কমেন্ট করুন আর নিয়মিত আমাদের ব্লগে চোখ রাখুন ।। আল্লাহ হাফেজ ।।

FAQ (Frequently Asked Questions)

1.Question: What is the price of Samsung guru music 2 in Bangladesh?

Answer: Samsung guru music 2 in Bangladesh 1990 Taka.

2.Question: What is the price of Nokia 1203 in Bangladesh?

Answer: Nokia 1203 in Bangladesh 1870 Taka.

3.Question: What is the price of Nokia 106 (2018) in Bangladesh?

Answer: Nokia 106 (2018) in Bangladesh 2190 Taka.

4.Question: What is the price of Nokia 105 (2017) in Bangladesh?

Answer: Nokia 105 (2017) in Bangladesh 1899 Taka.

5.Question: What is the price of Symphony D54i in Bangladesh?

Answer: Nokia Symphony D54i in Bangladesh 1370 Taka.

বিঃ দ্রঃ মোবাইল ফোন কেনার আগে আপনার পছন্দের মোবাইল কেনার আগে নির্দ্দিষ্ট ওয়েব সাইট থেকে দামের ব্যাপারে নিশ্চত হয়ে নেবেন। কেননা প্রায়শই মোবাইলের দাম পরিবর্তত হয় ।


আরও পড়ুনঃ ১০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৪ | ১০০০ টাকার মোবাইল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url