৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৪ | ৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল
৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৪ | ৩০০০ টাকার মধ্যে ভালো
মোবাইল - আজ আপনাদের সাথে তিন হাজার টাকার মোবাইল নিয়ে আলোচনা করবো । একটা কথা প্রচলিত
আছে “সাধ্যের মধ্যে সব টুকু সুখ” । তাই যার যেমন সামর্থ্য আছে সে সেই ভাবে চলবে, এতে
লজ্জার কিছু নাই ।
আপনার যদি সামর্থ্য থাকে তিন হাজার টাকা এর মোবাইল কেনার
তাহলে নিচের যে কোনো একটি মোবাইল নিতে পারেন । নিচের ব্লগ পোস্টে ৩০০০ টাকার মধ্যে
মোবাইল ২০২৪ | ৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল বিস্তারিত আলোচনা করা হলো ।
মোবাইল মার্কেটে বর্তমানে অনেক ধরনের মোবাইল পাওয়া যায়
। তবে কম দামের মোবাইল তথা ৩০০০ টাকার মোবাইল পাওয়া অনেক কষ্টসাধ্য এবং দুঃসাধ্য ব্যাপার
বলা যেতে পারে । তাই আপনাদের জন্য অনেক ভেবে চিন্তে নিচের মোবাইলগুলোর বিবরণ দেওয়া
হলো ।
বন্ধুরা যারা ৩০০০ টাকার মধ্যে মোবাইল নিয়ে গুগলে সার্চ
করে থাকেন তাদেরে জন্য নিম্নে তিন হাজার টাকার ৫টি মোবাইল নিয়ে আলোচনা করা হলো । তাহলে
এবার চলুন দেখে নেওয়া যাক ৩০০০ টাকার কোন মোবাইল গুলো ----
Walton Primo D8S |
Walton Primo D8S | 3,500 টাকার মোবাইল
অল্প দামের মোবাইলের মধ্যে Walton Primo D8S মোবাইলটি
খুব ভালো । এটি একটি টাচ ফোন । সব থেকে বড় কথা হচ্ছে Walton Primo D8S মোবাইলটি আমাদের
দেশীয় কোম্পানি ওয়ালটন এর তৈরি । এই মোবাইল মোবাইলেটি বেশ সুন্দর এবং স্টাইলিশ ।
এটি এন্ড্রোয়েড ভার্সন OS Android M OS 6.0 ।
এই মোবাইলে দুটি সিম ব্যবহার করতে পারবেন এবং ডিসপ্লে
৪ ইঞ্চি ।
ওয়েট ১২০ গ্রাম । র্যাম 0.5 জিবি এবং রম 4 জিবি ।
পিছনের ক্যামেরা 5 MP AF এবং ফ্রন্ট ক্যামেরা 0.3
MP AF ।
এই মোবাইলের ব্যাটারি ক্যাপাসিটি 1300mAh Li-Ion যা
বেশ অনেব ক্ষণ চার্য ব্যাপআপ দেবে ।
এই মোবাইলে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন । আছে
ব্লুটুথ ।
এই মোবাইলের audio সিস্টেম MP3, WAV এবং এফ এম রেডিও
আছে । এতে আপনি ৬৪ জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন ।
sensors - Accelerometer (3D), A-GPS, General -
1.3 GHz Quad Core Processor, Mali 400 GPU ।
Walton Primo D8S সেটটি Walton কোম্পানি নভেম্বর ২০১৬
সালে বাংলাদেশের বাজারে ছাড়ে । বাংলাদেশে Walton Primo D8S মোবাইলের বর্তমান মুল্য
৩২৫০ টাকা ।
Walton Primo D8 |
Walton Primo D8 | ৩০০০ টাকার মধ্যে মোবাইল
অল্প দামের মধ্যে Walton কোম্পানির Walton Primo D8
মোবাইলেটিও চমৎকার । এই মোবাইলেটি একটি টাচ ফোন । এই সেটটিও আমাদের দেশিও কোম্পানি
ওয়ালটন তৈরি করেছে এবং বাজার জাত করেছে ।
এই ফোন এন্ড্রোয়েড ভার্সন হচ্ছে OS Android M OS
6.0 । ওজন ১১১.৮ গ্রাম ।
এই মোবাইলে দুটি সিম ব্যবহার করতে পারবেন এবং ডিসপ্লে
৪ ইঞ্চি । র্যাম 0.5 জিবি এবং রম 4 জিবি ।
এর পিছনের ক্যামেরা 5 MP AF এবং সামনের ক্যামেরা 2
MP AF ।
এই মোবাইলের ব্যাটারি ক্যাপাসিটি 1400mAh Li-Ion যা
অনেক সময় ধরে আপনার ব্যাটারি ব্যাকআপ দেবে ।
এই মোবাইলে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন । আছে
ব্লুটুথ ফাংশন ।
সাউন্ড সিস্টেস MP3, WAV এবং এফ এম রেডিও আছে । এতে
আপনি ৬৪ জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন ।
Sensors-Accelerometer (3D) A-GPS, General-1.2 GHz
Quad Core Processor, Mali 400 GPU ।
Walton Primo D8 মোবাইলেটি Walton কোম্পানি ডিসেম্বর
২০১৬ সালে বাংলাদেরে বাজারে লঞ্চ করে, এবং এখনও পর্যন্ত এই মোবাইলেটি বাজারে পাওয়া
যাচ্ছে ।
Walton Primo D8 মোবাইলটির বাংলাদেশে বর্তমান বাজার
মুল্য ৩০৯০ টাকা মাত্র ।
Maximus M702T |
Maximus M702T | ৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৪
আজকে আপনাদের সামনে ৩য় নাম্বারে বর্ননা করবো সেটা হচ্ছে
maximus M702T । অল্পদামের মধ্যে এই মোবাইলেটি চমৎকার । এই মোবাইলেটিও একটি টাচ ফোন
। এই ওপেরা ব্রাউজারের মাধ্যমে সব কিছু ব্রাউজ করতে পারবেন ।
এই মোবাইলে দুইটি সিম ব্যবহার করতে পারবেন এবং এই মোবাইলে
৩২ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন ।
মোবাইলটির ভিডিও ক্যাপাসিটি MP4 এবং ক্যামেরা 3
Megapixel । internet GPRS, WAP । ব্লুটুথ আছে ।
audio সিস্টেম MP3 এবং FM রেডিও আছে । এর ব্যাটারি ক্যাপাসিটি
1300mAh Battery যা আপনার সেট অনেকক্ষন চার্জ ব্যাকআপ দেবে ।
এই মোবাইলে আপনি MSN, Facebook, messenger ব্যবহার করতে
পারবেন । এই মোবাইলটি বাংলাদেশে বাজারজাত করেছে maximus কোম্পানি ।
Maximus M702T মোবাইলটির বাংলাদেশে বর্তমান বাজার মুল্য
৩০০০ টাকা মাত্র ।
Micromax X446 |
Micromax X446 | ২ থেকে ৩ হাজার টাকার মোবাইল
এবার যে মোবাইলেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি
হলো Micromax X446 টাচ ফোন । এই মোবাইলেটি ছোট খাটো এবং দেখতে খুব সুন্দর ও স্টাইলিশ
। এই মোবাইলে আপনি ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন । ওজনেও অনেক হালকা
বিধায় সহজে বহন যোগ্য ।
এই মোবাইলে ৮জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন । এই মোবাইলের
বড় সুবিধা হলো ১০০০ কন্টাক্ট নাম্বার সেভ করতে পারবেন ।
Video সিস্টেম 3GP, MP4, AVI, General VGA || Video: Yes । ব্যাটারি ক্যাপাসিটি
950 mAh Battery ও Talk Time 4 Hours এবং Stand By 260 Hours ।
কনেকটিভিটি internet - GPRS, USB - Yes, Bluetooth
- Yes, v3.0 । Sound সিস্টেম audio Mp3, Midi , WAV, AMR, FM - Yes ।
বাংলাদেশে এই মোবাইলেটি বাজারজাত করেছে Micromax কোম্পানি
।
Micromax X446 মোবাইলেটির বাংলাদেশে বর্তমান বাজার মুল্য
২৮৪৯ টাকা মাত্র ।
Symphony E62 |
Symphony E62 | ৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল
এবার সব শেষে যে মোবাইলেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে
Symphony E62 । Symphony কোম্পানির E62 দেখেতে বেশ চমৎকার এবং ষ্টাইলিশ একটি সেট ।
অল্প দামের মোবাইলের মধ্যে এই খুবই ভালো একটি ফোন । এই মোবাইলে আপনি দুইটি সিম ব্যবহার
করতে পারবেন ।
Symphony E62 এর এন্ড্রোয়েড ভার্সন হচ্ছে OS
Android Kitkat OS 4.4 । এর ডিসপ্লে ৪ ইঞ্চি এবং ওজনে বেশ হালকা বিধায় বহনে অনেক সহজ
।
এই মোবাইলটিতে ৩২ জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন ।
RAM .0.25 GB এবং ROM 0.5 GB ।
Symphony E62 এর ক্যামেরা primary 2 MP AF এবং
secondary 0.3 MP । ব্যাটারি ক্যাপাসিটি 1500mAh Li-Ion যা আপনার মোবাইলেটিকে অনেকক্ষন
চার্জ ব্যাকআপ দিবে ।
এই মোবাইলে Wi-Fi ব্যবহার করতে পারবেন এবং USB v2.0
ও bluetooth V2.1 আছে । এই মোবাইলে এফ এম রেডিও আছে ।
এছাড়াও sensors G-Sensor, AGPS General 1.2 GHz
Quad Core Processor, Mali 400 GPU ।
এই মোবাইলেটি Symphony কোম্পানি ২০১৭ সালের জানুয়ারি
মাসে বাজারে লঞ্চ করে । এখন পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে । এই মোবাইলেটির বাংলাদেশে
বর্তমান বাজার মুল্য ২৮৯০ টাকা মাত্র ।
পরিশেষে
আশা করি আজকের আলোচনা “৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৪ | ৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল” আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “গুগল ব্লগার বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন । আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।।
বিঃ দ্রঃ মোবাইল ফোন কেনার আগে আপনার পছন্দের মোবাইল কেনার আগে নির্দ্দিষ্ট ওয়েব সাইট থেকে দামের ব্যাপারে নিশ্চত হয়ে নেবেন। কেননা প্রায়শই মোবাইলের দাম পরিবর্তত হয় ।
আরও পড়ুনঃ ২ হাজার টাকার মোবাইল | ২ হাজার টাকার মোবাইল বাংলাদেশ